মেসি, নেইমার বনাম রোনালদো, বেল

Tuesday, October 8, 2013

real-madrid-vs-barcelonaডেস্ক রিপোর্ট : মেসি, নেইমার বনাম রোনালদো, বেলের লড়াই দেখার অপেক্ষায় যারা আছে, তাদের জন্য সুখবর। এ মৌসুমে বার্সেলোনা ও রিয়াল প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ২৬ অক্টোবর।

সোমবার স্পেনের পেশাদার ফুটবল লিগ কর্তৃপক্ষ ‘ক্লাসিকো’ হিসেবে পরিচিত এ ম্যাচের তারিখ ও সময়সূচি প্রকাশ করে।

২৬ অক্টোর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় বার্সেলোনার মাঠ ক্যাম্প নউতে শুরু হতে যাওয়া ম্যাচটি দুই দলেরই হবে লা লিগায় দশম ম্যাচ।

দুই দলের দুই কোচ জেরার্দো মার্তিনো আর কার্লো আনচেলত্তির জন্য এটি প্রথম ক্লাসিকো।

আর ব্রাজিল তারকা নেইমার বার্সেলোনায় ও দলবদলের বাজারে রেকর্ড গড়া বেল রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর এই প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

ওই ম্যাচে একটি গোল করলেই ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার এই তারকা ছাড়িয়ে যাবেন তারই স্বদেশী রিয়াল কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোকে

বার্সেলোনার মাঠে আগের দুটো লিগ ম্যাচে কিন্তু হারেনি রিয়াল; একটিতে তারা ২-১ গোলে জেতে, আর অপরটি ২-২ গোলে ড্র হয়। আর গত মৌসুমে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে ২-১ গোলে জিতেছিল রিয়াল।

মুখোমুখি হওয়ার আগে একটি করে লিগ ম্যাচ খেলবে দুই দলই। এখন পর্যন্ত আটটি ম্যাচের আটটিতেই জিতে ২৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে মেসি-নেইমাররা। সমান ম্যাচে একটি হার ও একটি ড্রয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল।

ক্লাসিকোর আগে চ্যাম্পিয়ন্স লিগেও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে দুই দলেরই। ২২ অক্টোবর মিলানের স্টেডিয়াম সান সিরোতে খেলতে যাবে বার্সেলোনা। পরের দিন নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ খেলবে জুভেন্টাসের বিপক্ষে।

আগের ক্লাসিকোটি হয়েছিল স্থানীয় সময় বিকেল ৪টায়। কিন্তু আমেরিকা ও এশিয়ার বিপুল দর্শক বাজারের কথা মাথায় রেখে এবার ম্যাচটি দুই ঘণ্টা পিছিয়ে দেয়া হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License