ডেস্ক রিপোর্ট : কট্টরপন্থি মুসলিম দেশ হিসেবেই সৌদি আরবকে চেনে বিশ্ব। সেই দেশ থেকেও যে চলচ্চিত্র হতে পারে এবং তা অস্কারের মতো বিশ্ব আসরে যেতে পারে সেটি অনেকে ভাবতেও পারেনি।
কিন্তু সত্যি এবার অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় অন্যান্য দেশের ৭৬টি ছবির সঙ্গে প্রতিযোগিতা করবে সৌদি। শুধু সৌদিই নয় একইসঙ্গে পঞ্চাশ বছরের মধ্যে প্রথম পাকিস্তানের ছবিও স্থান পেতে চলেছে ওই তালিকায়।
সোমবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য প্রথমবারের মতো সৌদি, পাকিস্তান, মালডোভা, মন্টিনেগ্রোসহ ৭৬টি দেশের ছবির নাম ঘোষণা করে অস্কার কমিটি। আগামী বছরের মার্চে এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা ও প্রদান অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
জানা যায়, অস্কারে বিদেশি ভাষায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে সৌদি নারীবাদি চলচ্চিত্র ‘ওয়াদজাদা’। এটি পরিচালনা করেছেন সৌদির প্রথম নারী পরিচালক হাইফা আল-মনসুর। কট্টর মুসলিম পরিবারে এক কিশোরীর সাইকেল চালানোর স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে ছবিটি। যেখানে মেয়েরা তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত এমনকি তাদের ড্রাইভিংও করা রাষ্ট্রীয়ভাবে নিষেধ।
ইতোমধ্যে ‘ওয়াফজাদা’ ছবিটি গত বছর দুবাই ও গত মার্চে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে সেরা আরবি ফিচারসহ বেশ কয়েকটি পুরস্কার জিতে নেয়।
এদিকে দীর্ঘ পাঁচ দশক পর পাকিস্তানি ছবিও স্থান পেয়েছে অস্কারের সেরা বিদেশি চলচ্চিত্র তালিকায়। কমেডি থ্রিলার ধাঁচের ‘জিন্দা ভাগ’ চলচ্চিত্রটি এবার প্রতিনিধিত্ব করবে দেশটির। নিজেদের চিরাচরিত জীবন থেকে পালিয়ে স্বাধীনভাবে তিন তরুণের বাঁচার গল্প নিয়েই তৈরি ছবিটি পরিচালনা করেছেন মিনু ঘোরি এবং ফারজাব নবী। ছবিটিতে ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ অভিনয় করেছেন।
অন্যদিকে অস্কারে প্রথমবারের মতো এন্ট্রি নেয়া মন্টিনেগ্রো পাঠিয়েছে ‘এস অব স্পেডস-ব্যাড ডেসটিনি’ এবং মালডোভা পাঠিয়েছে তাদের ‘অল গডস চিলড্রেন’ ছবিটি।
প্রথমবারের মতো অস্কারে সৌদি চলচ্চিত্র
Tuesday, October 8, 2013
Labels:
# ডেইলি সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment