বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট সেতুটি প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া : বহুল প্রত্যাশিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীর উপর ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখন প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
১৮ আগস্ট পয়সারহাট সেতু ও আগৈলঝাড়া-গৌরনদী মহাসড়ক পরিদর্শন করে যোগাযোগ মন্ত্রী ওবায়েদুল কাদের সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী অক্টোবরে পয়সারহাট সেতু ও এই মহাসড়ক উদ্বোধন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যোগাযোগ মন্ত্রণালয়ের অর্থায়নে সড়ক ও জনপদ অধিদফতর নির্মিত পয়সারহাট সেতুর দৈর্ঘ্য ২৬০ দশমিক ৪০ মিটার এবং ফুটপাথ ও রেলিংসহ প্রস্থ ১০ মিটার। খান সন্স গ্র“পের সহযোগিতায় রহমান ফাউন্ডেশন কনসোর্টিয়াম নামক ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে। ২০০০ সালে প্রথম নির্মাণ কাজ শুরু হলেও রাজনৈতিক পটপরিবর্তন ও নানা প্রতিকূলতার কারণে সেতুটির পূর্ণাঙ্গ রূপ দিতে এক যুগের বেশি সময় লেগে গেছে।
নির্মাণ সংস্থার তখনকার সাইট ইঞ্জিনিয়ার পরিমল মিত্র জানান, পয়সারহাট সেতু নির্মাণের প্রকৌশলগত পদ্ধতি ব্রিটিশ আমলের। এ কারণে সেতুটি নির্মাণে সময় অনেক বেশি লেগেছে। সেতুটি যানচলাচলের জন্য উন্মুক্ত করা হলে বরিশালের সাথে যশোর ও খুলনার দূরত্ব ১০০ থেকে ১২০ কিলোমিটার কমে যাবে।
No comments:
Post a Comment