নাজমুল হোসেন, ইতালি থেকে : ইতালির মিলানে বিশিষ্ট কথা সাহিত্যিক ও লেখক দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন কে সংবর্ধনা দিয়েছে মিলান বাংলা মিডিয়া সংবাদ কর্মীরা । ৬ অক্টোবর রবিবার সকাল ১০ টায় স্থানীয় হোটেল দরিয়া হলরুমে আয়োজিত ফেরদৌসী আক্তার পলির সঞ্চালনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি ইমদাদুল হক মিলন ।
অনুষ্ঠানের শুরুতেই সংবাদ কর্মীদের পক্ষ থেকে মিলানে আগমন উপলক্ষে ইমদাদুল হক মিলন কে ফুল দিয়ে বরণ করেন সংবাদ কর্মীরা ।
অনুষ্ঠানে তিনি মিলানে বাংলা মিডিয়ায় যারা কাজ করেন সকলের সাথে পরিচিত হন এবং সংবাদ কর্মীদের সাথে খোলামেলা মতবিনিময় করেন । তিনি সংবাদ কর্মীদের কাছ থেকে সাংবাদিকতার উপর অনেক প্রশ্ন শুনেন এবং সাথে সাথে দিক নির্দেশনা মূলক উত্তর দেন । তিনি তার বক্তব্যে বলেন সাংবাদিকতা পেশা কোনো রাজনৈতিক দলের অধীনে নয় । সাংবাদিকরা হচ্ছে জাতির ও সমাজের বিবেক । সাংবাদিকরা কোনো দলের হতে পারে না । আমাদের রাষ্ট্র তখনই ধংস হয়ে গেছে যখন শিক্ষক ,ডাক্তার,বিচারক ,বুদ্ধিজীবী সাংবাদিকরা রাজনীতিতে জড়িয়েছেন,এমনকি লেখক পর্যন্ত । এটা আমাদের রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকারক ।তিনি প্রবাসে যারা সাংবাদিকতা করে দেশ ও প্রবাসের সেতু বন্ধনের কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানান । নতুন সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন , ভাষা গত সমস্যা ,উচ্চারণ এবং বাক্য গঠন এর ব্যবহার যেন সুন্দর করে হয় । সততা যেন সঠিক থাকে ,নিজেদের মধ্যে আন্তরিকতা ,স্বচ্ছতা ,এবং একে অপরকে সহযোগিতার মনোভাব থাকে ।
তিনি আরো বলেন একজন সাহিত্যিক কিন্তু সাহিত্য কর্মী না ,একজন সংবাদ কর্মী প্রাথমিক অবস্থায় সংবাদ কর্মী হিসাবে কাজ করেন । তারপরে কাজের দক্ষতা দিয়ে ৫ বছর ,১০ বছর পর তিনি সাংবাদিক হতে পারেন ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক বিশিষ্ট চিত্র শিল্পী শফিকুল কবির চন্দন ,মাসিক স্বদেশ বিদেশ পত্রিকার ব্যুরো প্রধান,ইউরো বিডি নিউজ অনলাইন পত্রিকার সহ সম্পাদিকা সেলিনা আক্তার ,চ্যানেল আই ইউকের মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামিম ,এটি এন বাংলা ইউকের মিলান প্রতিনিধি এ কে রুহুল সান ,বাংলা টিভি ইউকের প্রতিনিধি পারভেজ আহমেদ ,বাংলাভিশন টিভির ইতালি প্রতিনিধি ও দৈনিক কালের কন্ঠের ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন,চ্যানেল নাইন ইউকের মিলান প্রতিনিধি ও বাংলাভিশন টিভির মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি,এনটিভি ইউকের মিলান প্রতিনিধি ও ইউরো বিডি নিউজ অনলাইন পত্রিকার ইতালি প্রতিনিধি নাজমুল হোসেন,আরটিভি ইতালি প্রতিনিধি কামরুল হাসান নাজমুল ,চ্যানেল এস ইউকের মিলান প্রতিনিধি রতন হক ,বিজয় টিভির ইতালি প্রতিনিধি ও চ্যানেল নাইন ইউকের সহযোগী মিলান প্রতিনিধি আল আমিন ।
এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোম বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ তাইফুর রহমান ছুটন ,মিলানের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক রিন্টু,শাহ আলম প্রমুখ ।
অনুষ্ঠান শেষে মিলান বাংলা মিডিয়া সংবাদ কর্মীদের পক্ষ থেকে ইমদাদুল হক মিলন কে সম্মাননা তুলে দেওয়া হয় এবং তিনি দৈনিক কালের কন্ঠের ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন এর আইডি কার্ড তুলে দেন ।
মিলানে ইমদাদুল হক মিলন কে সংবর্ধনা দিয়েছে বাংলা মিডিয়া সংবাদ কর্মীরা
Sunday, October 6, 2013
Labels:
# ডেইলি সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment