শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে ভিসিকে প্রায় পাঁচ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ। তাদের দাবি মেধার ভিত্তিতে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে না। এর কারণে গতকাল সোমবার নির্ধারিত সিন্ডিকেট সভা হয়নি। পরবর্তীতে ভিসির আশ্বাসের ভিত্তিতে
অবরোধ তুলে নেওয়া হয় বিকাল সাড়ে পাঁচটায়। এছাড়া সিন্ডিকেট সভাও বাতিল ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগ নেতারা জানান, পদার্থ বিজ্ঞান বিভাগে আর্থিক লেনদেনের মাধ্যমে ২০০২-০৩ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থীকে প্রভাষক হিসেবে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ে তার চেয়েও ভাল ফলাফলধারী প্রার্থী থাকলেও তাদেরকে আমলে নেওয়া হয়নি। প্রভাষক হিসেবে নিয়োগের জন্য মনোনিত করা ওই ব্যক্তির বিরুদ্ধে বিগত সরকারের আমলে নানা অপতৎপরতার অভিযোগ রয়েছে। এদিকে, সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে ৯টি শূণ্য পদ থাকলেও মাত্র দুটি পদে নিয়োগ দেওয়ায় বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন ছাত্রলীগ নেতারা। ভিসি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেডের কাজ বলে উল্লেখ করতে বিক্ষোব্ধ ছাত্রলীয় নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরে উপাচার্যের আশ্বাসে বিকেল সাড়ে ৫টায় অবরোধ তুলে নেয়।
এদিকে ফিন্যান্স ডিরেক্টর আনম জয়নাল আবেদিন তার ভাতিজা জিয়াউল হাসান চৌধুরীকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার জন্য সকাল থেকে কয়েক দফা কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের সাথে বৈঠক করেন। উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া জানান, ছাত্রলীগের আনিত অভিযোগটি সত্য নয়। বিজ্ঞাপিত পদে সকল নিয়োগেই প্রসিডিউর মেইনটেইন করা হয়েছে।
No comments:
Post a Comment