‘দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ি’ শীর্ষক কর্মশালায় মেয়র আরিফ- সম্পদের সুষ্ঠু ব্যবহারে দুর্যোগ মোকাবেলা সম্ভব

Monday, October 7, 2013

উত্তরপূর্ব ডেস্ক

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট হচ্ছে বাংলাদেশের অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। এই দুর্যোগের ঝুকি নিরুপনের জন্য দক্ষতা অর্জন করতে হবে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনসচেতনতা মূলক কর্মকান্ডের প্রস্তুতি নিতে হবে। জনসচেতনতা ও স্থানীয় সম্পদের সুষ্ট ব্যবহারের মাধ্যমে দুর্যোগ মোকাবেলা করতে হবে। এই প্রশিক্ষণে


নারীদেরকে বিশেষভাবে অন্তর্ভূক্ত করতে হবে। কেননা ভূমিকম্প দুর্যোগে সবচেয়ে বেশি বিপদাপন্ন হলো নারীরা। তিনি নবনির্বাচিত কাউন্সিলরদেরকে আগামী দিনগুলোতে এই প্রকল্পে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য আহবান জানান। গতকাল সোমবার নগরীর একটি অভিজাত গেস্ট হাউজের সভাকক্ষে ‘দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রকল্পের পরিচিতি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

ভার্ডের প্রকল্প ব্যাবস্থাপক মো. মোমেন খানের পরিচালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চেীধুরী শামীম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক সাইদুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর নজিবুর রহমান নিরু, কাউন্সিলর জাহানারা খানম মিলন, কাউন্সিলর রেবেকা বেগম রেণু, কাউন্সিলর দিবা রানী দে বাবলি, বাংলাদেশে সময় টেলিভিশন সিলেট’র ব্যুরো ইনচার্জ ইকরামুল কবীর, অ্যাডভোকেট আবদুল মতিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মঈনুর রহমান প্রমূখ।

কর্র্মশালায় মুক্ত আলোচনা পর্বে অতিথিগণ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন, প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদেরকে অন্তর্ভূক্ত করা, অন্যান্য সংস্থার প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকদেরকে অন্তর্ভূক্ত করার দাবি জানান। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করছে ইউরোপিয়ান কমিশন হিউঅ্যাডনট্যারিয়ান এইড এন্ড সিভিল প্রোটেকশন।


ক্যাপশনঃ ‘দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ি’ শীর্ষক প্রকল্পের পরিচিতি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License