‘হাতি এলেও আসতে পারেননি রাগীব আলী’-- কামালবাজারে লিডিং ইউনিভার্সিটির ভবনে অগ্নিসংযোগ

Monday, October 7, 2013

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথের কামালবাজারস্থ লিডিং ইউনিভার্সিটি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। অধ্যক্ষ অপসারণের দাবিতে গতকাল সোমবার সকাল সাড়ে সাতটায় বিক্ষোব্ধ শিক্ষার্থীরা এ হামলা চালায়।




কামালবাজারস্থ লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ও নতুন ভবন গতকাল সোমবার উদ্বোধন হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উভয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিল্পপতি রাগীব আলী। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ভাড়া করে দুটি হাতিও আনা হয়। কিন্তু অনুষ্ঠানে শেষ পর্যন্ত আসতে পারেননি কলেজের প্রতিষ্ঠাতা রাগীব আলী। দীর্ঘদিন ধরে রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারণের জন্য আন্দোলনে নামা শিক্ষার্থী ও এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সোমবার সকাল সাড়ে ৭টায় লিডিং ইউনিভার্সিটির ভবনে হামলা চালান। এসময় তারা ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।

শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহিদকে নিয়ে রাগীব আলী সোমবার ইউনিভার্সিটির ভবন উদ্বোধন করার জন্য হাতি ছড়ে অনুষ্ঠানস্থলে আসার কথা ছিল। কিন্তু এ বিষয়টি শিক্ষার্থী ও এলাকাবাসীকে অবগত করা হয়নি। অন্যদিকে কামালবাজার যুব ফোরামের ব্যানারে অনুষ্ঠানে আগত অতিথি ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তোরণ (গেইট) নির্মাণ করা হলেও সংগঠনের কাউকে অনুষ্ঠানের সংবাদ জানানো হয়নি বলেও তারা জানান। অধ্যক্ষে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামায় গত ২১ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে ডিগ্রী কলেজ। ফলে দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষাও অসমাপ্ত রয়ে যায়।

লিডিং ইউনিভার্সিটি’র সহকারি রেজিস্টার ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান বলেন, অধ্যক্ষ অপসারণের দাবির জের ধরে ‘রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ’র শিক্ষার্থীরা ক্যাম্পাসে আগুন দিয়েছে। ভাঙচুর করেছে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র। তবে আগুন দেওয়ার বিষয়টি অস্বীকার করে আন্দোলনরত রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ’র শিক্ষার্থীরা বলেন, আমাদের ক্যাম্পাসে কে বা কারা আগুন দিয়েছে তা আমাদের জানা নেই। সংবাদ পেয়ে আমরা আগুন নেভানোর জন্য ক্যাম্পাসে গিয়ে জানতে পারি আমাদের প্রতিষ্ঠানে নয় পাশের ভবনে আগুন দেওয়া হয়েছে।

কামাল বাজার যুব ফোরাম’র সিনিয়র ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহাসচিব আব্দুল মালিক, অর্থ সম্পাদক মুহিবুর রহমান জানান সংগঠনের কর্মকর্তাদের না জানিয়েছে তোরণ নির্মাণ করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। ডিগ্রী কলেজে আবাসন সমস্যার সমাধান না করে কলেজের পাশ্ববর্তি স্থানে ‘লিডিং ইউনিভার্সিটি’র নতুন ও স্থায়ী ভবন উদ্বোধন করার বিষয়টি এলাকাবাসিকে অবহিত করা হয়নি বলে জানিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী ও সদস্য আব্দুল হাসিব বলেন, সৃষ্ট পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার মুরব্বী কবির হোসেন বলেন, ভবনটি কি কারণে নির্মাণ করা হয়েছে তাও জানেন না এলাকাবাসির কেউ। আজ (সোমবার) শুনলাম এটা নাকি ‘লিডিং ইউনিভার্সিটি’র নতুন স্থায়ী ভবন।

ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বক্তব্য : লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে গতকাল রোববার সন্ত্রাসী হামলা হয়েছে দাবি করেছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়- কামালবাজারস্থ প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম উদ্বোধন উপলক্ষে সোমবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরু মাত্র দুই ঘন্টা পূর্বে কিছুসংখ্যক উশৃঙ্খল যুবক আগ্নেয়াস্ত্র ও লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয় ভবনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে শ্রেণীকক্ষ ও অফিসের যাবতীয় আসবাবপত্র ও মূল্যবান স্থাপনা ভস্মীভূত হয়। বিনা প্ররোচনায় বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ ঘটনায় লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License