শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ভুলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিষধর সাপের ভয়ে ক্লাস বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যুৎ চন্দ্র দাস জানান, বিদ্যালয় ভবনে বিষধর সাপের ছোট ছোট বাচ্ছা ও বড় সাপের খোলস দেখা যাওয়ায় ছাত্রছাত্রীরা ভয়ে স্কুলে আসছে না।
কেউ কেউ আসলেও ভয়ে ভবনে প্রবেশ করতে চায় না। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও সাপ আতঙ্কে ভোগছেন। প্রায় এক সপ্তাহ পূর্বে স্কুলের শিক্ষকরা আমাকে বিষয়টি অবগত করলে আমি লোক দিয়ে সাপ সরানোর চেষ্টা করি। কিন্তু এর পরও মাঝে মাঝে ভবনে সাপ দেখা যাওয়া শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব আলীর বলেন, বিষয়টি জেনেছি জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment