উত্তরপূর্ব ডেস্ক
গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় গঠিত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ওই প্রতিবেদন দেখে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গ্রামীণ ব্যাংকের সহযোগী ৫৪টি প্রতিষ্ঠানের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে আলাদা প্রতিবেদন চেয়েছেন তিনি।
সাবেক সচিব মামুনুর রশীদ নেতৃত্বাধীন ‘গ্রামীণ ব্যাংক কমিশন’ তাদের চূড়ান্ত প্রতিবেদন
সোমবার দুপুরে মন্ত্রণালয়ে পাঠায়। অর্থমন্ত্রী বলেন, কমিশন তাদের আগের দেয়া অন্তর্র্বতীকালীন রিপোর্টের সঙ্গে কাঠামোগত কিছু বিষয় যোগ করে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। আগের রিপোর্টের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। “আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। এখন আমি গ্রামীণ ব্যাংকের ব্যাপারে স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেব।”
মুহিত বলেন, “তবে গ্রামীণ ব্যাংকের সহযোগী ৫৪টি প্রতিষ্ঠানের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া যেতে পারে- সে ব্যাপারে দ্রুত আলাদা সুপারিশ পাঠাতে আমি তাদের অনুরোধ করেছি।” “সে সুপারিশ পাওয়া গেলে ওই ৫৪ প্রতিষ্ঠানের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু গ্রামীণ ব্যাংকের ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য যা দরকার ছিল, আমি তা পেয়ে গেছি।”
No comments:
Post a Comment