লক্ষ্য এখন একতরফা নির্বাচন ঠেকানো: ফখরুল

Monday, October 7, 2013

উত্তরপূর্ব ডেস্ক

ভোটের প্রস্তুতি নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিরোধই এখন বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সোমবার সহযোগী সংগঠনের এক সভায় একথা জানান।

স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভায় ফখরুল বলেন,


“আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আমাদের একমাত্র টার্গেট হচ্ছে- একক নির্বাচন করে আওয়ামী লীগ সরকার যাতে আবার ক্ষমতায় আসতে না পারে, তা প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নেয়া।”

“দেশনেত্রী ইতোমধ্যে একদলীয় নির্বাচন প্রতিরোধে ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করতে বলেছেন। তাই আগে সরকারকে সরাতে হবে, তারপর নির্বাচনের মনোনয়ন দেখা হবে।” ২৪ অক্টোবরের পর কঠোর আন্দোলনে নেতা-কর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

ফখরুল বলেন, “সরকার এককভাবে নির্বাচন করার নানা কলাকৌশল ও অপচেষ্টা চালাচ্ছে। আমাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টাও হচ্ছে। তবে এসব কলাকৌশলে কোনো লাভ হবে না।”

রাজধানীর বিজয় নগরে হোটেলে স্বেচ্ছাসেবক দলের দিনব্যাপী বর্ধিত সভায় পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন। হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের তিন বছর পর প্রথম বর্ধিত সভা হল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License