দুর্গাপূজা উপলক্ষে বিয়ানীবাজারে ৫৯টি পূজামণ্ডপ স্থাপন

Wednesday, October 9, 2013

বিয়ানীবাজার প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার বিয়ানীবাজারে মোট ৫৪ টি পূজামন্ডপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩৯টি সার্বজনিন মন্ডপ। এবং ব্যক্তিগত মন্ডপ ১৫টি। পুলিশ সূত্র জানিয়েছে মন্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতি বছরের মত এবারও জলঢুপ, সুপাতলা, দাসগ্রামসহ কয়েকটি পূজা মন্ডপ থাকবে ভক্ত, দর্শণার্থীদের প্রধান আকর্ষনের।


এ মন্ডপগুলো আকার, সাজ-সজ্জা, ব্যবস্থাপনা দিয়েই সবার নজর কাড়বে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস। এদিকে, প্রতি বছরের ধারাকাহিকতায় এবারও সানেশ্বরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঞ্চস্থ হবে নাটক-‘অশ্রু দিয়ে লেখা। নির্দেশনায় রয়েছেন দৈনিক প্রথম আলোর বিয়ানীবাজার প্রতিনিধি, নাট্যকার আবদুল ওয়াদুদ। সানেশ্বর পূজা উদযাপন কমিটির উপদেষ্টা কেতকী দাস জানান, দুর্গাপূজা উপলক্ষে নাটক মঞ্চায়ন এ অঞ্চলের ঐতিহ্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নাটক দেখতে আসে ও সহযোগিতা করে।

বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী জানান, পূজা এবং ঈদ প্রায় একই সময়ে পড়ে যাওয়ায় চাইলেও মন্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ দেয়া যাচ্ছেনা। তবে নিরাপত্তা ব্যাবস্থা জোরদারে তাদের আন্তরিকতার অভাব নেই। প্রতি এলাকার কেন্দ্রীয় মন্ডপে দুই জন ও অন্য মন্ডপে একজন করে পুলিশ সদস্য থাকবেন। নিরাপত্তা সহযোগিতায় আনসার-ভিডিপি সদস্যদেরও মোতায়েন করা হবে। গাড়ি নিয়ে পুলিশের দুইটি টিম সার্বক্ষণিক টহলে থাকবে। এছাড়া, মোটর সাইকেল মোবাইল টিমও টহল দেবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License