আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল শাখা ছাত্রদলের এক নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ।
আহত ছাত্রদল নেতার নাম শাকিল আহমদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের তৃতীয় বষের্র শিক্ষার্থী এবং সৈয়দ মুজতবা আলী হল ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি।
সোমবার বিকাল ৪ টায় একাডেমিক ভবন ‘এ’ সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, বিকাল ৪ টার দিকে কয়েক জন ছাত্রলীগ কর্মী একাডেমিক ভবন ‘এ’ এর সামনে এসে শাকিলকে মারধর শুরু করে। পরে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এবিষয়ে শাবি ছাত্রলীগের সহ সভাপতি অনজ্ন রায় জানান, ইভটিজিং করায় ছাত্রদল কর্মীকে মারধর করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শাবি ছাত্রদলের আহবায়ক এসএম জাহাঙ্গীর জানান, কোন কারণ ছাড়াই ছাত্রলীগ কর্মীরা শাকিলকে মারধর করেছে। এতে এক জন সাধারণ শিক্ষার্থীও আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, ‘আমি মৌখিক ভাবে বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখব।’
শাবিতে ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ
Monday, August 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment