গাজা রেখে প্রতিপৰকে ফাঁসাতে গিয়ে এক ব্যক্তি আটক

Friday, August 22, 2014

আমাদের সিলেট ডটকম: দোকানে গাঁজা রেখে প্রতিপৰকে ফাঁসাতে গিয়ে নিজেই ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর আখালিয়ার নতুন বাজার এলাকায়।

আটক ব্যক্তির নাম সেলিম আহমদ (৩৫)। সে জকিগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে। বর্তমানে সে নগরীর আখালিয়ার নেহারিপাড়া এলাকায় বাস করে। পেশায় সে গাড়ী চালক।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টা আখালিয়া নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আখালিয়ার নতুন বাজারের শিকদার ভেরাইটিজ স্টোরের মালিক আবদুর রউফ শিকদারের সাথে পূর্ব বিরোধ ছিল সেলিম আহমদের। আর সেই বিরোধের জের ধরে আবদুর রউফের মালিকানাধীন শিকদার ভেরাইটিজ স্টোরের ফ্রিজের নীচে কৌশলে দু’তিন পুরিয়া গাঁজা রেখে দেয় সেলিম। একইসাথে ওই শিকদার ভেরাইটিজ স্টোর মাদক ব্যবসার কেন্দ্র বলে এলাকায় ছড়িয়ে দেয় সে।

গোপন কোনো এক সোসের্র মাধ্যমে এমন খবর ডিবি পুলিশের কাছেও পৌঁছে যায়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শিকদার ভেরাইটিজ স্টোরে অভিযান চালায়। অনেক খোঁজাখুঁজি শেষে দোকানের ফ্রিজের নীচ থেকে দু’তিন পুরিয়া গাঁজা জব্ধ করে ডিবি পুলিশ। এসম ব্যবসায়ী আবদুর রউফ শিকদারকে আটক করে নিয়ে যেতে চাইলে বাজারের সকল ব্যবসায়ী একত্রিত হয়ে প্রতিবাদ জানান। ‘আবদুর রউফ শিকদার একজন নিরীহ, সহজ-সরল মানুষ। কোনো ধরনের অনৈতিক কাজের সাথে তিনি জড়িত নন’ এমন কথা ডিবি পুলিশকে বলা হয়। এসময় নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাইদ মিয়া ও সাধারণ সম্পাদক নজর্বল ইসলাম নজুসহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা উপসি’ত ছিলেন।

এমতাবস্থায় ডিবি পুলিশ কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর কৌশলে সেলিম আহমদকে ঘটনাস’লে নিয়ে আসে ডিবি পুলিশ। সেখানে তাকে পুলিশ ও ব্যবসায়ীরা চাপ প্রয়োগ করলে সে শিকদার ভেরাইটিজ স্টোরের ফ্রিজের নীচে গাঁজা রাখার কথা স্বীকার করে। আবদুর রউফ শিকদারকে ফাঁসাতেই এ ঘটনা সে ঘটিয়েছে বলেও স্বীকার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে ডিবি পুলিশ গাঁজাসহ তাকে আটক করে নিয়ে যায়। এসময় আবদুর রউফ শিকদারসহ বাজারের ব্যবসায়ীদের কাছে ভুল তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর জন্য দুঃখ প্রকাশ করে ডিবি।

সিলেট মহানগর ডিবি পুলিশের এসআই মুজিবুর রহমান জানান, সে অপর এক নিরীহ ব্যবসায়ীকে ফাঁসাতে চেয়েছিল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License