শীর্ষ নিউজ, ঢাকা : দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে মতিঝিলের রাম কৃষ্ণ মিশন রোডস্থ ইনকিলাব কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি গোয়েন্দা পুলিশের কোনো কর্মকর্তা স্বীকার না করলেও ইনকিলাবের কয়েকজন সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত সোমবার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ার্দারকে নিয়ে দৈনিক ইনকিলাবে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে প্রলয় কুমার সোমবার আইসিটি আইনে একটি মামলা করেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে মহানগর ডিবি পুলিশের একটি দল ইনকিলাব ভবনে অভিযান চালায়। এসময় তারা ওই প্রতিবেদন সংক্রান্ত যাবতীয় ডকুমেন্ট অফিসের কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিয়ে যায়। এরপর যাওয়া সময় তারা সংবাদপত্রটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে গ্রেফতার করে নিয়ে যায়।
No comments:
Post a Comment