আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের ব্রিটেন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক রেজাউল হক সোহেলকে বৃহস্পতিবার সুনামগঞ্জে আদালতে নেওয়া হয় নি। তবে তাদের নিয়ে অপহরণস্থল পরিদর্শনে করছেন জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের জানান, মুজিব ও সোহেলকে জ্ঞিাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে সেগুলো তদন্তের স্বার্থে বলা যাবে না। তাদের দেওয়া বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। পরে তাদের আদালতে নেওয়া হবে। তিনি অরো জানান, মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক রেজাউল হক সোহেল নিজ নিজ বাসায় পুলিশি হেফাজতে রয়েছেন।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে জেলা পুলিশের একটি বিশেষ দল তাদের নিয়ে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছে। তিনি বলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বুধবার মুজিবকে চিকিৎসকরা ছাড়পত্র দেওয়ার পর পুলিশ তাকে নিয়ে সুনামগঞ্জ এসেছে। সঙ্গে গাড়ি চালক সোহেলও রয়েছে বলে জানান তিনি।
নিখোঁজের সাড়ে ৩ মাসপর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুজিব নিজেই তার শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসেনের গুলশানের বাসায় গিয়ে ওঠেন। শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে সোমবার রাত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
মুজিব-সোহেলকে আদালতে নেয়া হয় নি ॥ তাদের সাথে নিয়ে অপহরণস্থল পরিদর্শন করেছে পুলিশ
Thursday, August 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment