নিজস্ব প্রতিবেদক : এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস বাংলাদেশ (আটাব) সিলেট জোন সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল জব্বার জলিল বলেছেন, সাংবাদিকতায় এখন নীতি-নৈতিকতার বিষয়ে প্রশিক্ষণের গুরুত্ব বেশি দিতে হবে। কারণ এই পেশাও অবক্ষয়ের শিকার। সাংবাদিকতার মতো মহান পেশাকে অনেকে ব্যবসায় পরিণত করছে।
সাংবাদিকতা উন্নয়ন কেন্দ্র-সিআইপি আয়োজিত দু দিনব্যাপী অনলাইন সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
শুক্রবার বিকেল ৩টা থেকে সিলেট মহানগরীর কাজী ইলিয়াস এলাকায় দৈনিক উত্তরপূর্ব মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আইনজীবী ড. রফিক আহমদ। সভাপতিত্ব করেন সিআইপি পরিচালক আল-আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়ক বশির আহমদ জুয়েল। প্রশিক্ষণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনার ৪ জন নারীসহ ২০ জন অনলাইন সাংবাদিক অংশ নিচ্ছেন।
No comments:
Post a Comment