জকিগঞ্জে শিক্ষক হত্যা: আসামি পুলিশের আত্মসমর্পণ ॥ কারাগারে প্রেরণ

Tuesday, August 19, 2014

আমাদের সিলেট ডটকম:

জকিগঞ্জে শিৰক হত্যার ১২ দিন পর আসামি পুলিশ কর্মকর্তা মঙ্গলবার আত্মসমর্পন করেছেন। জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন হত্যা মামলার অন্যতম আসামী পুলিশের ক্লোজড হওয়া এসআই আব্দুস শাকুর। আদালতে হাজিরের পর আইনজীবি আব্দুস সবুর আসামীর পক্ষে জামিন আবেদন করেন। এ সময় বাদী পক্ষের আইনজীবি কাওসার রশিদ বাহার ও অন্যরা জামিনের বিরোধীতা করেন। আদালতের বিচারক আকবর হোসেন জামিন না মঞ্জুর করে আসামীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৮ জুলাই গভীর রাতে জকিগঞ্জের গেছুয়া গ্রামের জনপ্রিয় শিক্ষক আব্দুল করিমকে নির্মমভাবে হত্যার করা হয়। হাত পা ভেঙ্গে মধ্যযুগীয় ববর্রতায় নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় আপন দুই ভাই সম্পত্তি ও ব্যাংকে গচ্ছিত রাখা টাকা আত্মসাতের লোভে নির্মমভাবে হত্যা করে চিরকুমার করিমকে। হত্যাকান্ডটি ধামাচাপা দিতে আব্দুল করিম হৃদরোগে মারা গেছেন প্রচার করে এলাকার মানুষকে লাশ দেখার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়।

পরদিন গণমাধ্যমে বিষয়টি ছাপা হলে পুলিশ ১১ জুলাই শুক্রবার ঘটনাস্থলে গিয়ে হাজারো বিক্ষুব্ধ মানুষের উপস্থিতিতে করিমের রক্তমাখা জামা উদ্ধার করে। ঐ রাতেই ফাহিম উদ্দিনের স্ত্রী রোজিনা বেগমকে বাদী দেখিয়ে দারোগা শাকুরসহ পাঁচজনকে আসামী করে জকিগঞ্জ থানায় হত্যা মামলা রেকর্ড হয়। হত্যাকান্ডের ১৩ দিন পর, ২৩ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেট টিটন খীসার উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়না তদন- সম্পন্ন হয়।

পুলিশের সুরতহাল প্রতিবেদনেও ওঠে এসেছে লাশের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে, চেঁছে, ভেঙ্গে হত্যার নির্মমতার চিত্র। ১২ জুলাই শিক্ষকরা শহরে মানববন্ধন করে জকিগঞ্জ থানার ওসি জামসেদ আলমের সাথে দেখা করে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান। গঠিত হয় শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চ। ঘোষিত হয় মাস ব্যাপী কর্মসূচি।

হত্যাকান্ডের ১৫ দিন পর জকিগঞ্জের স্কুল শিক্ষক আব্দুল করিমের হত্যা মামলার বাদীর স্বামী ফাহিম উদ্দিনকে ২৩ জুলাই বুধবার আটক করে পুলিশ। তার কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়। এর আগে ১৮ জুলাই আব্দুর রহীমের গ্রেফতারকৃত স্ত্রী শেফা বেগমের জানি চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করেন।

২৩ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আসামীরা ২৮ দিনের জন্য উচ্চ আদালতের জামিনে ছিলেন। চার সপ্তাহের জামিন শেষ হলে মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে সকালে এসআই শাকুর আদালতে হাজির হবার কথা প্রচার হলে হাজারো মানুষ কোর্ট প্রাঙ্গনে হাজির হয়। এসময় আদালত এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ছিল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License