দেশকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলা করা হয়েছিল -সুফিয়ান চৌধুরী

Friday, August 22, 2014

২১শে আগস্টের ১০ম বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন- দেশকে নেতৃত্বশূণ্য আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেই ২১শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর গ্রেনেড হামলা চালানো হয়েছিল। গণমানুষ এবং শোষিতদের অধিকার আদায়ের আন্দোলন থেকে দূরে সরাতে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই চিরঘৃন্য ও বর্বর এ হামলা চালানো হয়। ২০০৪ সালের খালেদা-নিজামী-তারেক চক্রের ঘৃণ্য ঐ রক্তের হোলিখেলা মানুষ আজও ভুলেনি।

আল্লাহর অশেষ কৃপায় সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও বিশিষ্ট নারীনেত্রী আইভী রহমানসহ ২৪জন নেতাকর্মীকে নির্মমভাবে প্রাণ হারাতে হয়। তবুও আওয়ামী লীগ পিছিয়ে যায়নি, শোককে শক্তিকে পরিণত করে আজ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়ন আর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন- কুচক্রীদের ষড়যন্ত্র আজও অব্যহত রয়েছে, সম্মিলিতভাবে এদেরকে প্রতিহত না করলে উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস’ হবে। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করে গ্রেনেড, বোমা তথা জঙ্গী এবং সন্ত্রাসমুক্ত দেশ গঠনের আহবান জানান।

ভয়াল আর রক্তমাখা ২১শে আগস্টের ১০ম বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওরের পরিচালনায় আলোচনা সভার পূর্বে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় ।

আলোচনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেছা হক, আ.ন.ম শফিকুল হক, সিরাজ বক্স, আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এড.নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, মো. আলী দুলাল, এজাজুল হক এজাজ, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, তপন মিত্র, সাইফুল আলম রুহেল, এড. মাহফুজুর রহমান, এড. সৈয়দ শামীম আহমেদ, আজহার উদ্দিন জাহাঙ্গীর, কবীর উদ্দিন আহমেদ, এমাদ উদ্দিন মানিক, ডাঃ আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী, মস-াক আহমদ পলাশ, আবু জাহেদ, এড. প্রদীপ ভট্টাচার্য্য, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, হাজী ময়নুল ইসলাম, সামসুন্নাহার মিনু, এড. আজমল আলী, জামাল আহমদ চৌধুরী, ইঞ্জি: সিরাজুল ইসলাম, বোরহান উদ্দিন, শামীম রশীদ চৌধুরী, খন্দকার মহসীন কামরান, আবু তাহের, তপন পাল, জাহিদ সারোয়ার সবুজ, রমিজ উদ্দিন, জালাল উদ্দিন কয়েছ, আনোয়ার আলী, আব্দুল লতিফ রিপন, ঝুনু মিয়া, আব্দুল হক, রুমেল আহমদ, জয়দ্বীপ পাল, বিপ্লব পুরকায়স’, শেখ আখতার, ফরহাদ হোসেন খান, সায়ফুল ইসলাম সফু, আব্দুস সামাদ, নিজাম উদ্দিন, সুজেল তালুকদার, দিদার হোসেন সাজু, জুবায়ের আহমদ, মিজানুর রহমান, খালেদ আহমদ, জাওয়াদ খান, কামরান খান, মাজেদ খান, নাজমুল ইসলাম সাজু, ফরহাদ আহমদ হৃদয়, মুহিবুর রহমান, এম. মস-াক আহমদ, আজিজুর রহমান আজিজ প্রমূখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License