সিলেট নগরীতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সংঘর্ষ ॥ ভাঙচুর

Sunday, August 17, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট নগরীর সুবিধবাজারস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুটি গ্রুপে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা ফয়সল আহমদ চৌধুরী ৫ রাউন্ড গুলি ছুড়েন এবং স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ৮/১০টি ককটেল বিস্ফোরণ ঘটান।

প্রত্যৰদর্শীরা জানান, নগরীর সুবিধবাজারস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির ভাতিজা শরিফ খানের বিবাহ অনুষ্ঠান চলছিলো। বিএনপি নেতা ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপি ও সাবেক ছাত্রদল নেতা ফয়ছল আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা জিলৱুর হত্যার প্রধান আসামি মাহবুব কবির শাহী প্রমুখ এ বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতা জিল্লুর হত্যার প্রধান আসামি মাহবুব কবির শাহীর উপস্থিতি নিয়ে প্রাথমিক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে পরে উত্তেজনাটি সংঘর্ষের আকার ধারণ করে। এক পর্যায়ে বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা ফয়সল আহমদ চৌধুরী তার ব্যক্তিগত পিস্তল বের করে ৫ রাউন্ড গুলি করেন। এসময় স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী সানরাইজ কমিউনিটি সেন্টারের ভেতরে এবং বাইরে এসে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। তৎক্ষণাৎ খবর পেয়ে সিলেট কোতোয়ালি ও জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা নগরীর পাঠানটুলায় সড়ক অবরোধ করে রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৬টা) শ্রমিকদের অবরোধ অব্যাহত রয়েছে এবং ঘটনাস’লে জালালাবাদ থানাপুলিশ অবস্থান করছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License