সিলেট কেন্দ্রীয় কারাগারে মৃত্যুর প্রহর গুনছেন ১৫ আসামি

Saturday, August 23, 2014

আমাদের সিলেট ডটকম:

উচ্চ আদালতে বিচারাধীন এবং নিম্ন আদালত থেকে ফাঁসির আদেশপ্রাপ্ত মোট ১৫ জন সিলেট কেন্দ্রীয় কারাগারের কনডেম (ফাঁসির) সেলে মৃত্যু দিনের অপেক্ষায় আছেন। এদের মধ্যে একজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছেন এবং বাকি ১৪ জন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চআদালতে আপিল করেছেন।

সিলেট আদালত সূত্রে জানা গেছে, ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত কনডেম সেলে থাকা আসামীদের মধ্যে মাকু রবিদাস একজন উচ্চ আদালতে আপিল করলে আদালত নিম্ন আদালতের দেয়া ফাঁসির রায় বহাল রাখেন। পরে গত ১৬ মার্চ সে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন তিনি। তবে বাকি ১৪ জনের আপিল এখনও উচ্চ আদালতে বিচারাধীন। ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামীদের এবং তাদের সাথে দেখা করতে যাওয়া লোকজনদেরও বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে। আরও জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষা করে তাদের খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়া প্রতিদিনই তাদের শারীরিক অবস্থার পরীক্ষা করা হয়।

ফাঁসির দন্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন- মৌলভীবাজার জেলার কুলাউড়ার কোনাগাঁও’র বাসিন্দা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ নেতা দেলোয়ার হোসেন রিপন, সিলেটের জকিগঞ্জ উপজেলার আজর গ্রামের নেজাম উদ্দিন, জৈন্তাপুরের লামা শ্যামপুর গ্রামের মুহিবুর রহমান, গোলাপগঞ্জের নগর গ্রামের মাহমুদুর রহমান জুয়েল, দক্ষিণ সুরমার নভাগের লেচু মিয়া ও মুজিব আলী, একই উপজেলার শষ্যউরা গ্রামের মছব্বির আলী, সদর উপজেলার বড়ফৌদ গ্রামের শাহাবুদ্দীন, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার নজরুল ইসলাম নজা, হবিগঞ্জ সদরের কাকিয়া গ্রামের পাভেল আহমদ, একই উপজেলার নারায়ণপুরের আবদুর রউফ, চুনারুঘাটের দারাগাঁও’র মাকু রবিদাস, মৌলভীবাজার জেলার সদর উপজেলার জগৎশ্রী গ্রামের মোশাহিদ মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরবের কমলপুরের আখতারুজ্জামান বীরু ওরফে আতর ও ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার রাধিকা গ্রামের শফিক আলী ভুইয়া।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License