আমাদের সিলেট ডটকম:
রোববার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলাবনে সাঁতার কাটতে গিয়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ও সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের উসমান আলী ছেলে নাজিম উদ্দিন (১২) মৃত্যুবরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে নাজিমসহ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের কয়েকজন শিৰার্থীসহ ২৫ কিশোর বাই সাইকেলযোগে রাতারগুল ভ্রমণে যায়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে নাজিমসহ কয়েকজন কিশোর রাতারগুলের লেকে সাঁতার কাটতে পানিতে নামে। এ সময় সাঁতার না জানায় পানিতে ডুবে নাজিম উদ্দিনের মৃত্যু হয়। তৎৰণাত সহপাঠীরা নাজিমকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানাপুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হবে।
এদিকে ছাতক প্রতিনিধি জানিয়েছেন, রোববার সকাল ১০টার দিকে ছাতকের কারি বিলে পূজার ফুল সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম সমর দাশ (৪০)। তিনি শহরের তাতিকোনা এলাকার সুরেন্দ দাশের পুত্র। বিষয়টি ছাতক থানাপুলিশ নিশ্চিত করেছে।
রাতারগুলে পানিতে ডুবে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলছাত্রের মৃত্যু # ছাতকে পূজার ফুল সংগ্রহ করতে গিয়ে সলিল সমাধি
Sunday, August 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment