আমাদের সিলেট ডটকম:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্র সচিব ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা শমশের মবীন চৌধুরী বীর বিক্রম এক বিবৃতিতে বলেন দেশে আজ যে ভাবে লুট, হত্যা, গুম নির্যাতন আর সন্ত্রাসের অশ্লীল অপরাজনীতি শুরু হয়েছে, তা স্বাধীনতা পরবর্তী ৭২-৭৫কে হার মানায়। একটি পরাধীন জাতিও তা কখনো মেনে নিতে পারে না। আর এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে পাক বাহিনীর শাসন- শোষণ এবং নিফীড়ন থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য দীর্ঘ ৯ মাস সংগ্রামের মধ্যে এদেশেক বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলাম। কিন’, এই স্বাধীন দেশেও আমরা একটি পরাধীন জাতি হিসাবে পরাধীনতার শৃঙ্খলে আজ আবদ্ধ। লক্ষ লক্ষ শহীদের রক্ত আর আমাদের মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজ লুন্ঠিত। তাই যে কোন মূল্যে এই পরাধীনতার শৃঙ্খল থেকে এদেশের মানুষকে আরারো মুক্ত করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পবিত্র মান অক্ষন্ন রাখতে হবে। বর্তমান তাবেদার ফ্যাসিস অবৈধ আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী এবং তার নেতাকর্মীরা যে ভাবে দেশের মানুষের উপর জুলুম, নির্যাতন আর শোষণ শুরু করেছে তা পাক বাহিনীর চাইতেও নির্মম। মানুষের বাক স্বাধীনতা কন্ঠ রুদ্ধ করে এদেশের গণতন্ত্রকে হত্যার মাধ্যমে তারা এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস’ প্রতিষ্ঠ করার কুটকৌশলে লিপ্ত। বিএনপির আন্দোলন সংগ্রামকে শুব্ধ করে দেওয়ার জন্য বেগম জিয়ার আন্দোলন কর্মসূচির পূর্বেই ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর চার্জশীট প্রদান করে নেতাকর্মীদের মাঠ থেকে সরানোর অপচেষ্ঠায় লিপ্ত। আর, তারই ধারাবাহিকতায় সিলেটের আন্দোলন সংগ্রামকে বাধাগ্রাস’ করার জন্য দীর্ঘ ৩ বছর পর দক্ষিণ সুরমায় বাস পুড়ানো মামলার চার্জশীটে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি সামসুজ্জামান জামান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ‘র সাবেক সদস্য ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম ফয়েজ, সাধারণ সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মোর্শদ, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি কহিনুর আহমদ, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সহ বিএনপির সিনিয়র নেতা কর্মীদের নাম অন-ভূক্ত করা হয়েছে, যা সম্পর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রশূলক। অনতিবিলম্বে ৩৮ বিএনপির নেতা কর্মীদের উপর থেকে এই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে না নিলে এই সিলেট থেকে সরকার পতন আন্দোলনের সূচনা হবে ও এই আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করা হবে।
স্বাধীনতার পবিত্র মান অক্ষুন্ন রাখতে হবে -শমশের মবীন চেনধুরী
Thursday, August 21, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment