আমাদের সিলেট ডটকম:
নগরীর বন্দর বাজার করিম উল্লাহ মার্কেটের সামনে পুলিশের ঘুষিতে এক ছাত্রলীগ নেতার নাক ফেটে গেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে অন্য একটি সুত্র দাবী করেছে ছাত্রলীগ নেতাই ঘুষি মেরে পুলিশ কনস্টেবলের নাক ফাটি দিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী আহত সিলেট মাহনগর ছাত্রলীগের সহ সভাপতি সোহেলকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই শাহ মোবাশ্বির আলী জানান, হকার্স পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন হাবিলদার মোসাদ্দেক। এ সময় মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সোহেল পয়েন্টে অবৈধভাবে তার প্রাইভেট কার ঘুরানোর চেষ্টা করলে হাবিলদার মোসাদ্দেক বাধা দেন। এ নিয়ে তর্কাতার্কি হয়। এক পর্যায়ে মুসাদ্দেক ঘুষি মারলে সোহেল নাকে আঘাত প্রাপ্ত হন। তাকে পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন বলে জানান মুবাশ্বির।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা সোহেল হাবিলদার মোসাদ্দেক ও সোহেল মারামারি করার পর ফোনে তার বন্ধুদের ডেকে আনেন সোহেল। পরে ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী মিলে রাস্তা ব্যারিকেড দেয়ার চেষ্টা করে।
খবর পেয়ে কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটানস্থলে গিয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে।
পুলিশের ঘুষিতে ছাত্রলীগ নেতা আহত
Wednesday, August 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment