বিশ্বনাথে তিন ইভটিজারকে আটক করে গণধোলাই

Monday, August 18, 2014

আমাদের সিলেট ডটকম:

বিশ্বনাথে এক স্কুলগামী ছাত্রীর সঙ্গে ইভটিজিং করার অভিযোগে তিন বখাটে যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়েছে জনতা।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার অলংকারি ইউপির হাজী তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এঘটনা ঘটে।

বখাটেদের কবল থেকে রক্ষা পেতে বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তা পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

জানাগেছে, উপজেলার হাজি তাহির আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে আসার জন্য বের হয়। পথিমধ্যে বখাটে তিন যুবক তার সঙ্গে ইভটিজিং করে। এতে ওই ছাত্রী বখাটে যুবকদের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় রাস-ায় পড়ে আহত হয়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

পরে এলাকাবাসী ধাওয়া করে তিন বখাটে যুবককে লালটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে আটক করতে সক্ষম হন। এরপর তাদেরকে গণধোলাই দেয়া হয়।

খবর পেয়ে এলাকার শতশত মানুষ বিদ্যালয়ে ভিড় করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম আলী বলেন, বিদ্যালয়ে আসার পথে বখাটে যুবকরা ওই ছাত্রীর সঙ্গে ইভটিজিং করে। পরে এলাকাবাসি বখাকে তিন যুবককে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসেন।

বিশ্বনাথ থানার উপ পরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License