আমাদের সিলেট ডটকম:
মঙ্গলবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাসদরে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ও ওজনে প্রতারিত করায় ৩ প্রতিষ্ঠানকে ২২ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মৌলভীবাজার জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমীনের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে উপসি’ত ছিলেন জেলা মার্কেটিং কর্মকর্তা মো আজবাহার মুন্সী ও বড়লেখা থানার এস আই মো কামাল হোসেন।
মৌলভীবাজার জেলা ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, খাবারে নিষিদ্ধ দ্রব্য মিশ্রনের দায়ে বড়লেখা শহরের গ্রামীন ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবা নামক একটি ফার্মেসীকে ২ হাজার ও শুকুর মিয়ার কাচামালের দোকানে ভোক্তাদের ওজনে প্রতারিত করায় ২শ টাকা জরিমানা করা হয় এবং বাটখারা ও পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
বড়লেখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ॥ যন্ত্রপাতি জব্দ
Tuesday, August 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment