আমাদের সিলেট ডটকম:
শনিবার সকালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে ছেলের লাঠির আঘাতে খুন হয়েছেন ময়না মিয়া (৪৫) নামক এক হতভাগা পিতা। ঘটনার পর পরই পালিয়েছে পিতৃহন্তারক আব্দুল করিম (২৫)। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রত্যৰদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ময়না মিয়ার সঙ্গে তার ছেলে আব্দুল করিমের বনিবনা ছিলনা। এরই জের ধরে শনিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল করিম উত্তেজিত হয়ে ময়না মিয়াকে (৪৫) লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দিরাই থানা পুলিশ এ ব্যাপারে জানায় , পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুনি ছেলেকে আটক করা যায়নি।
দিরাইয়ে ছেলের হাতে বাবা খুন ॥ খুনি পলাতক
Saturday, August 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment