আমাদের সিলেট ডটকম: আজ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সমাবেশ।
জাতীয় স¤প্রচার নীতিমালা অনুমোদনের প্রতিবাদে মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয় তারা।
সমাবেশের একদিন আগে গতকাল সোমবার দুপুরে পুলিশের পক্ষ থেকে ‘মৌখিক অনুমতি’ পাওয়া গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের কাছে থেকে আমরা মৌখিক অনুমতি পেয়েছি। পুলিশ থেকে জানানো হয়েছে, লিখিত চিঠি সন্ধ্যায় পাঠাবে।
আওয়ামী লীগ নেতারা নির্দলীয় সরকারের দাবি নাকচ করলেও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো ধরনের বাধা দেয়া হবে না বলে জানিয়ে আসছেন।
সমাবেশের ক্ষেত্রে পুলিশ কিছু শর্ত বেঁধে দিয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টার এই সমাবেশের পাশাপাশি সারাদেশে জেলা ও মহানগরে মিছিল ও সমাবেশ করবে ২০ দলীয় জোট।
রিজভী জানান, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপিসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।
আজ ২০ দলীয় জোটের সমাবেশ
Monday, August 18, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment