আমাদের সিলেট ডটকম:
আগে বলা হতো হাতের মুঠোয় বিশ্ব। আর এখন বলা হয় আঙ্গুলের ডগায় পুরো দুনিয়া। প্রযুক্তি যতো উন্নত হচ্ছে ততোই গুটিয়ে যাচ্ছে আমাদের আনন্দ-উদ্দীপনার গন্ডি। এমনই চিত্র ফুটে উঠে অধুনা স্কুল-কলেজের ফলাফল প্রকাশের সময়। ইন্টারনেট আর মোবাইল অপারেটরদের উন্নত সেবায় ঘরে বসেই মুহূর্তেই শিৰার্থী ও তাদের অভিভাবকরা জেনে ফেলেন পরীৰার ফলাফল। যার ফলে স্কুল-কলেজ ক্যাম্পাসগুলোতে ফলাফল ঘোষণার দিন শিৰার্থীদের সমাগম আগের তুলনায় খুব কমই হয়। আর তাই সংশিৱষ্টদের মন্তব্য- কৃতকার্য শিৰার্থীদের আনন্দ-উদ্দীপনা ভাগাভাগির বিষয়টি আজ আর আগের মতো নেই। ঘরে বসেই একা একা পরীৰঅর ফলাফল জেনে নেয়া যায়। স্কুল কিংবা কলেজ ক্যাম্পাসে আসার প্রয়োজন হয়। প্রযুক্তি কেড়ে নিয়েছে ক্যাম্পাসের হুলেৱাড়।
সিলেটের স্বনামধন্য কয়েকটি কলেজ ঘুরে দেখা গেছে, মাত্র কয়েক বছর আগেও পরীৰার ফলাফল প্রকাশের দিন সাত-সকাল থেকেই শিৰার্থীরা নিজ নিজ স্কুল-কলেজ ক্যাম্পাসে ভীড় জমাতেন। কিন্তু গত কয়েক বছর ধরে ইন্টারনেট আর মোবাইল অপারেটরদের উন্নত সুযোগ-সুবিধা প্রদানের সুযোগে শিক্ষার্থীরা আর ঘর থেকে বেরুতেই চান না।
এ ব্যাপারে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শীৰার্থী তাবাসসুম নিতু বলেন, প্রযুক্তি হয়তো ঘরে বসেই ফলাফল জানার সুবিধা এনে দিয়েছে। কিন্তু সেই সাথে কেড়েও নিয়েছে সহপাঠীদের সাথে আনন্দ ভাগাভাগি করার মোহময় সুযোগটি।
প্রযুক্তি কেড়ে নিয়েছে ক্যাম্পাসের হুল্লোড়
Wednesday, August 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment