আমাদের সিলেট ডটকম:
গোয়াইনঘাট উপজেলার পূন্যগ্রামে রোববার সাতসকালে নিজ কৰে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা না হত্যা ময়না তদন্তের পর নির্ণয় করা যাবে বলে পুলিশ জানায়। নিহত মো. আবুল কয়েছ ২০ ওই গ্রামের মৃত আবুদুল মালেকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত পরিবারের সাবার সাথে খাওয়া শেষে রাত ১২ টার দিকে তার নিজ ঘরে ঘুমুতে যায় আবুল কয়েছ। কিন’ সকাল ৭টার দিকেও ঘরের দরজা খুলছে না দেখে পরিবারের সদস্যরা কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখতে পান ঘরের তীরের সাথে আবুল কয়েছের লাশ ঝুলছে। তৎক্ষণাত খবর পেয়ে এসআই আবদুল হাদির নেতৃত্বে গোয়াইনঘাট থানাপুলিশের একটি দল বাড়িতে এসে লাশ উদ্ধার করে। পরে ১০টার দিকে আবুল কয়েছের মৃতদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
এটি হত্যা না আত্মহত্যা এ প্রশ্নে এসআই আবদুল হাদি জানান, ময়না তদন্তের আগে এ বিষয়ে কিছু বলা যাবে না।
গোয়াইনঘাটে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
Sunday, August 10, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment