আমাদের সিলেট ডটকম: বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি শুরু হবে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিলের মধ্য দিয়ে। এছাড়াও রয়েছে স¤প্রচার নীতিমালার প্রতিবাদে পতাকা মিছিল, প্রতিবাদ সমাবেশ।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, জোটের কর্মসূচিতে সরকার কোনোভাবে বাধা দেবে না।
১৬ আগস্ট গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা দেশে কালো পতাকা মিছিল করবে জোট। মহানগর ও জেলা সদরে ওই মিছিল অনুষ্ঠিত হবে। ওইদিন ঢাকার কর্মসূচি শুরু হবে বিকাল ৩টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে।
স¤প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জোট। ওই দিন ঢাকার বাইরে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ জোটের অন্যান্য দাবিতে ২১ থেকে ৩১ আগস্ট জেলা ও মহানগরে গণসংযোগ করবেন ২০-দলীয় জোটের নেতারা।
মির্জা ফখরুল বলেন, আমরা নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনের পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘবে আন্দোলন করছি।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত রোববার দলের স্থায়ী কমিটি এবং সোমবার রাতে জোট নেতাদের সঙ্গে বসে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করেন।
২০-দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা: স¤প্রচার নীতিমালার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ১৯ আগস্ট
Tuesday, August 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment