আমাদের সিলেট ডটকম:
কোম্পানীগঞ্জের বর্ণিতে সড়ক ডাকাতির ঘটনায় ১২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, অজ্ঞাতনামা আরো কয়েকজনকে মামলায় আসামী করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি দেলওয়ার হোসেন জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
অন্য একটি সূত্র জানায়, বিভিন্ন মহলের চাপের মুখে বর্ণি গ্রামবাসী মামলার এজাহারভূক্ত দুই আসামীসহ চারজনকে আটক করে দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নানের জিম্মায় প্রদান করেন। তবে, গ্রামবাসীর চাপে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী আকদ্দছ আলী। এ ব্যাপারে গতরাতে চেয়ারম্যান আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রামবাসী চারজন লোককে আটক করে তার জিম্মায় দিয়েছিলেন। তারাই আবার তাদের ছাড়িয়ে নিয়েছেন। বিষয়টি সম্পর্কে থানার ওসিও অবগত আছেন। সূত্র জানায়, ছেড়ে দেওয়া ব্যক্তিদের মধ্যে মামলার এজাহারভূক্ত আসামী হাকিম এবং সিরাজ মিয়াও ছিল।
এদিকে, থানায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামীরা হচ্ছে-পূর্ব বর্ণি গ্রামের সুয়েল মিয়া, ইব্রাহিম আলী, বাবুল মিয়া, ইলিয়াছ মিয়া, মুহিবুর রহমান, সিরাজ মিয়া, রাজু মিয়া, হাকিম মিয়া, নিজাম উদ্দিন, সাচ্চা, মুরাদ ও কামাল।
প্রসঙ্গত, গত সোমবার রাত সোয়া ১২টার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকায় সিএনজি অটোরিক্সা থামিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা নিয়ে যায় সশস্ত্র ডাকাত দল। ডাকাতদের হামলায় আহত হয়েছেন-সিএনজি অটোরিক্সার যাত্রী স্থানীয় গৌখালের পার গ্রামের বাসিন্দা আকদ্দছ আলী। তিনি বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।
বর্ণিতে সড়ক ডাকাতির ঘটনায় ১২ জনকে আসামী করে মামলা, আটক ১
Thursday, August 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment