আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার থানার ১ দারোগার বক্তব্য মোবাইলে রেকর্ড করতে গিয়ে সাইফুল ইসলাম সজীব (৩৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টায় তাকে আটক করা হয়।
আটককৃত সজিব জানান, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ব্যাবসায়ী সজিব তার ব্যাক্তিগত একটি মামলার খবর নিতে মৌলভীবাজার মডেল থানায় গিয়ে প্রবেশ করে এস আই নাজিমের সাথে বিভিন্ন কথাবার্তা আলাপ করে তা মোবাইলে রেকর্ড করতে থাকেন। এক পর্যায়ে এস আই নাজিম তা টের পেয়ে সে কিজন্য রেকর্ড করছেন এবং কি রেকর্ড হয়েছে তা দেখার জন্য মোবাইল নেয়ার চেষ্টা করে। এতে তিনি উত্তেজিত হয়ে উঠলে কর্তব্যরত এস আই মনজ্জুর্বল হাসান মাসুদ এগিয়ে আসলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির পর অপকর্মের চিত্রটি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপৰের নির্দেশে ব্যবসায়িকে থানায় আটক করা হয়। ইতির্পূবে এসআই মাসুদের বির্বদ্ধে বানিজ্যের বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার পুলিশ সুপার তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় তিনি পুলিশের আপত্তিকর চিত্র ধারন করায় পুলিশ তাকে একটি এসল্ট মামলায় গ্রেফতার করেছে। তবে মাসুদ সর্ম্পকে কিছু বলতে নারাজ তিনি।
মৌলভীবাজারে গোপণে পুলিশের বক্তব্য রেকর্ড করায় ব্যবসায়ী আটক
Friday, August 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment