আমাদের সিলেট ডটকম:
সিলেট শিক্ষাবোর্ডে এবার সেরাদের সেরা হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিসহ ৬টি সূচকে কলেজটি এ কৃতিত্ব অর্জন করেছে। গতবছর প্রথম স্থানে থাকা সিলেট ক্যাডেট কলেজ এবার দ্বিতীয় হয়েছে। তৃতীয় হয়েছে সিলেট এমসি কলেজ।
সেরা বিশের তালিকায় থাকা অন্য কলেজগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে সিলেট মহিলা কলেজ, পঞ্চম স্থান অর্জন করেছে সিলেট কমার্স কলেজ, ৬ষ্ঠ স্থানে রয়েছে স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ, সপ্তম স্থানে রয়েছে এমসি একাডেমি স্কুল এন্ড কলেজ, অস্টম স্থানে রয়ছে হবিগঞ্জের বিন্দাবন সরকারি কলেজ, গতবারের সপ্তম স্থানে থাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এবার নবম স্থানে রয়েছে। গতবার নবম স্থানে থাকা মৌলভীবাজার সরকারি কলেজ এবার এক ধাপ পিছিয়ে দশম স’নে রয়েছে।
এছাড়াও সেরা বিশের তালিকায় থাকা অন্য কলেজগুলোর মধ্যে যথাক্রমে মৌলভীবাজার জেলার সুজা মোমোরিয়েল কলেজ, তৈবুননেছা খামন একাডেমি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, সুনামগঞ্জ সরাকরি কলেজ, ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ, জান্নাত মহাবিদ্যালয়, সৈয়দ সাহীদ উদ্দিন কলেজ, বিবিয়ানা মডেল কলেজ, বিশ্বনাথ কলেজ ও বিয়ানীবাজার সরকারী কলেজ।
এইচএসসিতে সিলেট শিক্ষাবোর্ড সেরা ২০-এর সেরা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
Wednesday, August 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment