আমাদের সিলেট ডটকম:
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহ-ধর্মিনী ও সিলেট জেলা বিএনপি’র সিনিয়র সদস্য তাহসিনা রুশদীর লুনা গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছেন, যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইদানিং আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়। আমি এসব বক্তব্যবের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের সতর্কতার সাথে বক্তব্য প্রদান এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি। বিগত ২০১২ সালের ১৭ এপ্রিল সরকারের পৃষ্ঠপোষকতায় জননেতা এম ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করা হয়। এ গুমের প্রতিবাদে এবং জননেতা এম ইলিয়াস আলী কে ফিরিয়ে পাওয়ার দাবীতে দেশ ও বিদেশে তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে ওঠে। বিশেষ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নেতৃত্বে সিলেট, বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর বাসী জননেতা এম ইলিয়াস আলী কে ফিরে পাওয়ার দাবীতে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এখনো ধারাবাহিক ভাবে আন্দোলন অব্যহত রয়েছে। সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী কে ফিরে পাওয়ার আন্দোলনে বিশ্বনাথের মনোয়ার, সেলিম, জাকির সহ যারা জীবন উৎসর্গ করেছেন তিনি তাদের রুহের মাগফেরাত কমনা করেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, কারাভোগ করেছেন, মিথ্যা মামলা ও হুলিয়া মাথায় নিয়ে ঘর ছাড়া হয়েছিলেন, তিনি তাদের গভীর সমবেদনা জানিয়ে তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বিশ্বনাথে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতা কর্মীরা জীবন বাজি রেখে তাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী কে ফিরে পাওয়ার দাবীতে রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছে এবং ধারাবাহিকভাবে যে আন্দোলন চালিয়ে যাচ্ছে এজন্য তিনি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আগামী দিনে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি জননেতা এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনকে সফলতার দিকে এগিয়ে নেওয়ার আহŸান জানান। পাশাপাশি যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু কিছু বিভ্রান্তিকর বক্তব্যে তিনি দুঃখ প্রকাশ করে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এসবে কর্ণপাত না করে বিগত দিনের ন্যায় আন্দোলনের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহŸান জানান। তিনি বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর ও সিলেটের সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সকল মহল এবং দেশবাসীর কাছে সিলেটবাসীর প্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলীর জন্য দোয়া কামনা করেন।
ফেইসবুক’র বিভ্রান্তকর বক্তব্যে কর্ণপাত না করার আহবান বেগম ইলিয়াসের
Wednesday, August 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment