আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশরনের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে বৃহস্পতিবার সিলেটে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পান নি নগর মেয়রের আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে পানি সরবরাহ থেকে শুরু করে সবকিছুর ব্যবস্থা করে সিলেট সিটি কর্তৃপক্ষ। কিন্তু সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের পাঠানো নিমন্ত্রণপত্রে মেয়র আরিফুল হক চৌধুরীর নাম ছিল না।
নিমন্ত্রণ পত্রে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সভাপতি হিসেবে জেলা প্রশাসক শহীদুল ইসলামের নাম ছিল।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ‘‘১৫ দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলা অনুষ্ঠানে করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। তবে বিশেষ অতিথি কিংবা আমন্ত্রিত অতিথি হিসেবে দাওয়া পাইনি। কি কারণে আমাকে দাওয়াত দেওয়া হয়নি তাও বোধগম্য নয়।’’
এ ব্যাপারে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি না করলেও সমাপনী অনুষ্ঠানে মেয়রকে অতিথি হিসেবে রাখার চিন্তা ভাবনা রয়েছে।
সিলেটে বৃক্ষমেলা ব্যবস্থাপনায় নগরভবন, দাওয়াত নেই নগর মেয়রের!
Friday, August 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment