আমাদের সিলেট ডটকম : কয়েকটি শর্ত সাপেক্ষে বিএনপিকে শনিবার রাজধানীতে কালো পতাকা মিছিল করার অনুমতি দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বিএনপি ঢাকায় কালো পতাকা নিয়ে মিছিল করার অনুমতি চেয়ে আবেদন করেছিল। তাদের এই আবেদন মঞ্জুর করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।
তিনি শুক্রবার সন্ধ্যায় বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) কালো পতাকা মিছিলের বিষয়ে অবহিত করে আমরা চিঠি দিয়েছিলাম। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আমাদের জানিয়েছে, কালো পতাকা মিছিল করা যাবে।
তবে মিছিলে লাঠি-সোটা বহন নিষিদ্ধ এবং সন্ধ্যা সাড়ে ৬টার আগে মিছিল শেষ করাসহ পুলিশের পক্ষ থেকে কয়েকটি শর্ত দেয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গত ৮ জুলাই থেকে প্রায় এক মাসের হামলায় গাজায় দুই হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক হাজার।
বিএনপিকে কালো পতাকা মিছিলের অনুমতি
Friday, August 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment