আমাদের সিলেট ডটকম: এ বছর পাসের হার সবচেয়ে বেশি মাদ্রাসা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি বোর্ড। এবার মাদ্রাসা বোর্ডে ৯১ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৫ দশমিক ০৩ শতাংশ। গতবার মাদরাসা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ৭৭ শতাংশ, আর কারিগরি বোর্ডে ৮৪ দশমিক ৩২ শতাংশ।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ-৫ পায় ৬১ হাজার ১৬২ জন। সে তুলনায় এবার জিপিএ-৫ ও পাসের হার কমেছে।
এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে এবার মোট ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯১.৪৬
Wednesday, August 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment