আমাদের সিলেট ডটকম:
সিলেটের ওসমানীনগরে আ’লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে অওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। সংঘর্ষ চলাকালে প্রায় ১ঘণ্টা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।শনিবার বিকেলে তাজপুর বাজারে ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে শাহেদ, জামিল, শাহরিয়ায়, আক্তার (গুলিদ্ধি) ও চুনু মিয়ার নাম ছাড়া বাকিদের নাম জানা সম্ভব হয়নি।
জানা যায়, তাজুপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের দুপক্ষের দ্বন্ধের জের ধরে থানা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক চঞ্চল পাল অনুসারীরা গতকাল বিকেল চারটার দিকে থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবদাল মিয়ার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তাদের চুড়া ইটপাটকেলের আঘাতে আবদাল অনুসারী কয়েকজন আহত হয়। এর পর দ্বিতীয় দফায় আবদাল অনুসারীরা সংগঠিত হয়ে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চঞ্চল পাল ও তার অনুসারী দুইজনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় ইটপাটকেলে আঘাতে কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫রাউন্ড রাবার বুলেট ছূড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পুলিশের ছুড়া বুলেটে আক্তার নামক এক যুবক আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ বরছে আবারও সংঘর্ষ হবার আশংকা রয়েছে।
ওসমানীনগর থানার এস আঅই শাহ আলম বলেন, কয়েক রাউন্ড গুলি ছুড়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমানীনগরে আ’লীগের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা ॥ আহত ১৫
Saturday, August 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment