আমাদের সিলেট ডটকম:
শিক্ষার্থী হত্যা মামলায় বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর চন্দগ্রামের হুমায়ূন কবীর ও তার বাবা সাহিব উদ্দিন জেলহাজতে।
আদালত সুত্রে জানা গেছে, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র খালেদুজ্জামান খালেদকে অপহরণ করে খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার জেষ্ঠ্য বিচারিক হাকিম ২য় আদালতে আত্মসমর্পণ করতে গেলে অপহরণকারী বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর চন্দগ্রামের হুমায়ূন কবীর ও তার বাবা সাহিব উদ্দিনকে বিচারক জেরিন সুলতানা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, বুধবার রাতে অপহরণকারী হুমায়ূন কবীরের মা রিনা বেগম (৫০), বোন ফারজানা ডলি (১৮), ফারহানা লাকি (১৯) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও কবিরের বন্ধু জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ এলাকার বাসিন্দা আব্দুল খালিকের ছেলে মুকিত আল মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, গত ২১ জুলাই সিলেট নগরীর করিমউল্লাহ মার্কেটের সামনে থেকে অপহৃত হয় বিশ্ববিদ্যালয় ছাত্র খালেদুজ্জামান খালেদ। পরে ২৬ জুলাই তার হাত-পা বাধা লাশ ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা এলাকায় কুশিয়ারা নদীর শাখা নদী থেকে উদ্ধার করা হয়।
সিলেটে শিক্ষর্থী হত্যা গ্রেফতার ৬ ॥ ২ জন জেলহাজতে
Thursday, August 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment