আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরী নিয়ে ‘সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনা’ বিষয়ক সেমিনার শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এবং সন্ধ্যা পর এক সংবাদ সম্মেলনের আয়োজন হয়। ‘সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যত পরিকল্পনা’ বিষয়ক এ সেমিনার এবং বাদ সন্ধ্যার সংবাদ সম্মেলনের আয়োজন করে সিলেট সিটি কর্পোরেশন । সকাল সাড়ে ৯টা থেকে হোটেল রোজভিউয়ে শুরু হওয়া সেমিনার এ অনুষ্ঠান চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সন্ধ্যা পরে শুরু হয় সংবাদ সম্মেলন। সেমিনার ও সংবাদ সম্মেলনে প্রধান আলোচক ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। বক্তৃতাকালে তিনি সিলেটকে মডেল ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। উলেৱখ্য, প্রফেসর জামিলুর রেজা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনে সম্মত হয়েছেন। দিনব্যাপী সেমিনারে সিলেট সিটি কর্পোরেশনের জন্য প্রণীত মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা হয়। এতে নানা বিষয়ে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন।
এদিকে কয়েকটি সূত্রে প্রাপ্ত খবরে- সংবাদ সম্মেলনে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নগরকেন্দ্রীক সামপ্রতিক রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত এসব ইস্যু নিয়ে কোনো আলোচনা হয় নি।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, সিলেট একটি অত্যাধুনিক নগরী গড়তে হলে দল মত নির্বিশেষে সবাইক একযোগে কাজ করতে হবে। নগরীর স্বার্থকে আগে দেখতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া, স’ানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ফওজী বিন ফরিদ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক পিকে চৌধুরী প্রমুখ।
নগরীর উন্নয়ন বিষয়ক সেমিনার ও সংবাদ সম্মেলন: সিলেটকে মডেল নগরী গড়তে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন
Saturday, August 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment