আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জের ৩ দিন থেকে এক প্রবাসী যুবক নিখোঁজ বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পরনাইরচক গ্রামের কনর মিয়ার পুত্র মধ্যপ্রাচ্য প্রবাসী আজিজুর রহমান(২২)কে গত ১০আগস্ট কে বা কারা ফোন করে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে নিখোঁজ আজিজুর রহমানের পিতা গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
প্রাপ্ত সংবাদে জানা যায়, কনর মিয়ার পুত্র আজিুজর রহমান গত ১৫জুন দুবাই থেকে দেশে আসেন। কথা ছিল আগামী মাসেই তিনি কর্মস্থলে ফিরে যাবেন। গত রোববার বেলা দু’টায় আজিজুর রহমানের ব্যবহৃত মোবাইল ০১৭৪২০২৪৪৯৭ নাম্বারে একটি ফোন আসে। ফোন পেয়ে আজিজুর রহমান তার মাকে বলে তার এক বন্ধু জরুরী কাজে ফোন দিয়েছে, কিছুক্ষনের মধ্যেই সে তার সঙ্গে দেখা করে ফিরে আসবে। বিকাল ৫টায় মা আমিনা বেগম তার মোবাইলে ফোন দিলে আজিজুর রহমান জানায়, সে একটি সমস্যায় আছে পরে কথা বলবে। ঐ সময় মা গাড়ির আওয়াজ শুনতে পান বলে জানান। গভীর রাত পর্যন্ত প্রবাসী যুবক আজিজুর রহমান বাড়ি না ফেরায় পিতা-মাতাসহ সবার মনে সন্দেহের সৃষ্টি হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। অবশেষে গতকাল মঙ্গলবার আজিজুর রহমানের পিতা কনর আলী গোলাপগঞ্জ মডেল থানায় ঘটনার বিবরন উল্লেখ করে একটি সাধারন ডায়েরী করেন।
নিখোঁজ আজিজুর রহমানের পিতা কনর আলী এ প্রতিবেদককে জানান, স্থানীয় কতিপয় লোকের সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, এ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তার পুত্রকে অপহরন করে কোথাও আটকে রাখতে পারে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
গোলাপগঞ্জে ৩ দিন থেকে এক প্রবাসী যুবক নিখোঁজ
Tuesday, August 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment