আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে- ডাকাত সর্দার বাদল মিয়া ও তার ভাগিনা ফজলু মিয়া। সিলেটের কুখ্যাত দু’ডাকাত পুলিশের জালে আটকা পড়ায় সর্বমহলে অনেকটা স্বস্তি নেমে এসেছে। একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলে পুলিশ ফাঁদ পেতে তাদেরকে আটক করে।
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র বৃহত্তর সিলেটের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার আসামী বাদল মিয়া (৪৫) গত মঙ্গলবার রাত দু’টায় গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হলে পুলিশ তাকে আটক করে। সে বড়লেখা থানার একটি ডাকাতি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী বলে পুলিশ জানায়। একই সময়ে তার আপন ভাগিনা একাধিক ডাকাতির মামলার আসামী চন্দরপুর গ্রামের মজির উদ্দিনের পুত্র ফজলু মিয়া (৪৪) কেও পুলিশ আটক করে। থানা সূত্রে জানা যায়, তাদের বাসস্থান ভিন্ন ভিন্ন এলাকায় হলেও বৃহত্তর সিলেটের ডাকাত দলের একটি শক্তিশালী টিমকে তারা নেতৃত্ব দিয়ে আসছিল। গোলাপগঞ্জের এ যাবৎ যে ক’টি ডাকাতি হয়েছে, তার সবটিতেই বাদল ও ফজলুর সম্পৃক্ততা ছিল। বিগত দু’বছর পূর্বে ফজলুর ভাই শাবলুকে অস্ত্র ও ডাকাতির মালামালসহ গোলাপগঞ্জের পুলিশ আটক করেছিল।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান, আটক ডাকাতদ্বয় গোলাপগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতি ও নানা অপকর্মের সাথে জড়িত। পুলিশ তাদের ধরতে দীর্ঘ দিন ধরে তৎপর ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চন্দরপুরের একটি বিয়ে বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে তথ্য উদ্ধারের মাধ্যমে ডাকাতি প্রতিরোধ সম্ভব হবে।
গোলাপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ২জন আটক
Wednesday, August 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment