বাস্তবতা বুঝতে পেরে খালেদা জিয়া নরম কর্মসূচি দিয়েছেন : তোফায়েল

Wednesday, August 13, 2014

আমাদের সিলেট ডটকম: বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাস্তবতা বুঝতে পেরেই নরম কর্মসূচি দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া উপলদ্ধি করছেন আন্দোলন করে লাভ নেই। আন্দোলনে সফলতা আসবে না। তাই তিনি নরম কর্মসূচি দিচ্ছেন।

তোফায়েল আহমেদ গতকাল বুধবার ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক আলোক চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে এ কথা বলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৩ দিনব্যাপী এ আলোক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল­া মো. আবু কাওসারের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেব নাথ প্রমুখ।

শোক দিবসে বেগম খালেদা জিয়ার মিথ্যা জন্মদিন পালনের সমালোচনা করে আওয়ামী লীগের এই প্রবীন নেতা বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে কেক কেটে মিথ্যা জন্মদিন পালনের মাধ্যমে আসলে তারা ওই দিন ফূর্তি করে, আনন্দ করে। যারা সত্যিকারের মানুষ, যাদের মানবিকতা রয়েছে, বিবেক রয়েছে, তারা তো এই দিন জন্মদিন হলেও পালন করতো না। তাই তার প্রতি আমি ধিক্কার জানাই।

তিনি বলেন, যারা ১৫ আগস্ট কেক কেটে মিথ্যা জন্মদিন পালন করেন তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা না করতে পারলেও একাত্তরের পরাজিত শক্তি, দেশী ও বিদেশী চক্র ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। খুনীরা চেয়েছিল এ দেশে বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন রাষ্ট্র ক্ষমতায় না আসে। তাই তারা হাওয়া ভবন তৈরী করে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।

পরে তোফায়েল আহমেদ আলোক চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License