আমাদের সিলেট ডটকম:
সৌদি আরবে আফগান এক নাগরিককে খুনের ঘটনায় সুনামগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আইয়ূব আলী (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের নূর মিয়ার ছেলে।
বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, আইয়ূব আলী সৌদিআরব থাকাকালে সেখানে আফগানিস্তানের এক নাগরিককে খুন করে। এ ঘটনায় সৌদি আরবে মামলাও হয়। ওই খুনের ঘটনার পর আইয়ূব আলী পালিয়ে দেশে চলে আসে। এরপর সে আর সৌদি আরব ফিরে যায়নি।
পুলিশ আরও জানায়, আইয়ূব আলীর বিরুদ্ধে সৌদিতে খুনের মামলা ছাড়াও সুনামগঞ্জে ডাকাতির দুইটি মামলা রয়েছে। ওই মামলায়ও সে পলাতক ছিল। তবে, সৌদী আরবে খুনের ঘটনায় দায়ের করা মামলাতেই আইয়ুব আলীকে সে দেশের আইন শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে কি-না তা নিশ্চিত করতে পারেনি পুলিশের সূত্রগুলো।
সৌদিতে আফগান নাগরিক খুনের ঘটনায় সুনামগঞ্জে যুবক গ্রেফতার
Wednesday, August 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment