এইচএসসি ফল প্রকাশ আজ

Tuesday, August 12, 2014

আমাদের সিলেট ডটকম: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হবে। পরীক্ষার ফল বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে জানা যাবে। দুপুর ১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। প্রায় একই সময় কলেজগুলোতেও ফল পাওয়া যাবে। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রীসহ বোর্ড চেয়ারম্যানরা।

গত ৩ এপ্রিল এ পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। মোট দুই হাজার ৩৫২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এ পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এর মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিতের প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পায় এ ব্যাপারে গঠিত সরকারের তদন্ত কমিটি। প্রশ্নপত্র ফাঁসের কারণে ঢাকা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করে নতুন করে নেয়া হয়েছিল।

এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ৯ লাখ ২৪ হাজার ১৭১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমে ১ লাখ ৭ হাজার ৫৫৭ জন, কারিগরি বোর্ডের অধীন এইচএসসিতে (বিএম) ১ লাখ ৪ হাজার ৬৬৯ জন এবং ঢাকা বোর্ডের অধীন ডিআইবিএসে পরীক্ষার্থী ৪ হাজার ৯৭৭ জন। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের লিখিত পরীক্ষা শেষ হয় ৮ জুন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License