আমাদের সিলেট ডটকম:
জঙ্গি সন্দেহে সিলেট নগরীর শাহজালাল দরগাহ এলাকা থেকে আব্দুল হাই (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা আড়াইটার দিকে ওই বৃদ্ধকে আটক করে সিলেট কতোয়ালি মডেল থানা পুলিশ।
জানা যায়, আটক আব্দুল হাই-এর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
সিলেট মহানগরীর কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুল হাই-এর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়েছে। সেই সঙ্গে তার পাসপোর্টে ভারতের ভিসা লাগানো পাওয়া গেছে।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে আব্দুল হাই জানিয়েছে সে মাজার জিয়ারত করতে মাঝে মধ্যে ভারতে যায়। তার পাসপোটের ঠিকানার সঠিকতা যাচাই করার জন্য নেত্রকোনা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে।
সিলেটে জঙ্গি সন্দেহে বৃদ্ধ আটক
Wednesday, August 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment