পিতার মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে নগরীতে ছিনতাইকারীদের কবলে পুত্র

Monday, August 11, 2014

আমাদের সিলেট ডটকম:

পিতার আকস্মিক মৃত্যুর খবর শুনে বিশ্বনাথে নিজ কর্মস্থল থেকে গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুলে বাড়ি ফেরার পথে নগরীর ক্বীন ব্রীজ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন হতবাগা সোহেল (১৮)। ছিনতাইকারীরা ক্বীন ব্রীজ এলাকা থেকে সোহেলকে অপহরণ করে আম্বরখানা লিচু বাগান এলাকায় নির্জন স্থানে নিয়ে গিয়ে উপর্যপুরি মাথায় ও শরিরের বিভিন্নস্থানে আঘাত করে তার সর্বস্ব লুটে নেয়। আহত সোহেলকে মুমূর্ষ অবস্থায় পথচারীরা উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত ৮টায় সিলেট ক্বীন ব্রীজ ও আম্বরখানা এলাকায়। ছিনতাইকারীরা সোহেলের সর্বস্ব লুট করে ফেলে গেলে সোমবার রাত ২টায় পথচারীদের নজরে পড়েন আহত সোহেল। সোহেলের পিতা গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের আফতার মিয়া (৫০) গত রবিবার ইন্তেকাল করেন। মোবাইল ফোনের মাধ্যমে এ খবর খবর শুনে শেষ বারের মত পিতার মুখ দেখতে নিজ কর্মস্থল বিশ্বনাথ গরুর ফার্ম থেকে বাড়ি ফেরার পথে নগরীর ক্বীন ব্রীজ এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনার শিকার হয়ে সোহেল শেষবারের মত পিতার মুখ ও জানাযায় শরিক হতে পারলেন না। একদিকে পিতৃ শোক, ওপর দিকে ছিনতাইকারীদের আঘাতে নিতর দেহের ঠিকানা হয় ওমেক হাসপাতালে। উভয় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোয়াইনঘাট এর তোয়াক্কুল এলাকায়। এলাকার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ঐ এলাকার পেশায় শিক্ষক মোঃ শওকত আলী জানিয়েছেন, নগরীর প্রবেশ মুখ ও কোতয়ালী থানার পার্শ্ববর্তী এলাকায় এসকল ছিনতাই এর ঘটনা সিলেট নগরীর আইন শৃংখলাকে প্রশ্নবিদ্ধ করেছে। নগরীর ক্বীন ব্রীজ এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হলেও পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ছিনতাইকারীরা একই দিনে পিতৃ শোক মাতম পরিবারের সকল সদস্যদের কাঁটা গায়ে লবণের ছিটা দিলো। ছিনতাইকারীদের বিষয়ে এস.এম.পি পুলিশ বিভিন্ন কাজ কর্মে নগরীতে আসা গ্রামের মানুষের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিৎ বলে তিনি মনে করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License