আমাদের সিলেট ডটকম:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নবম কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সিলেট জেলা ও মহানগর জোট কালো পতাকা মিছিল বের করে। নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসা ২০ দলীয় জোটের আন্দোলনের নতুন কর্মসূচি আজ শুরু হয়েছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিলের মধ্য দিয়ে।
শনিবার বাদ আছর সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হওয়া কালো পতাকা মিছিলটি চৌহা্ট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এদিকে, সকল প্রকার সহিংসতা এড়াতে মিছিল চলাকালীন আগে-পিছে পুলিশি টহল জোরদার ছিলো।
২০ দলীয় জোটের কালো-পতাকা মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির এড. নুরুল হক, দিলদার হোসেন সেলিম,জামায়াতে ইসলামীর মহানগর আমীর এড. জুবায়ের আহমদসহ ২০ দলীয় জোটের অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার রাজধানীস্থ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ থেকে শুর্ব হওয়া ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
কেন্দ্রীয় কর্মসূচি: সিলেটে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল
Saturday, August 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment