নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের আলোচনা সভায় অঙ্গীকার ঘোষণা করা হয়েছে, মুক্তিযোদ্ধারা একাত্তরে বঙ্গবন্ধুর নির্দেশে পাকস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। এবার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় স্বাধীনতাবিরোধী চক্রকে নির্মূল করতে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।
শনিবার ১৬ আগস্ট মহানগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও জেলা ডেপুটি কমান্ডার অধ্যাপক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
No comments:
Post a Comment