প্রধানমন্ত্রী পরিবারকে কটূক্তি অনলাইন একটিভিস্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Tuesday, October 8, 2013

প্রধানমন্ত্রী ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে ‘কটুক্তি’ করার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক ও অনলাইন একটিভিস্ট একেএম ওহিদুজ্জামানের বিরুদ্ধে মানহানীর মামলা করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।গতকাল মঙ্গলবার তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন।


মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূইঞা বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।


বাদী মামলায় অভিযোগ করেন, গত ২২ আগস্ট আসামি ওহিদুজ্জামান ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারবর্গের বিরুদ্ধে অশ্লীল ও মানহানীকর কটুক্তি করেছেন।


ফেসবুক স্ট্যাটাসে উলে­খ করা হয়, ‘টিভিতে বড় বড় স্ক্রলে দেখাচ্ছে, প্রধানমন্ত্রীর ছেলে ও আইটি স্পেশালিস্ট সজীব ওয়াজেদ জয়, এর আগে দেখাতো, প্রতিবন্ধী বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।পাবলিক এডমিনিস্ট্রেশনে পড়ালেখা শেষে কয়েকটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আইটি স্পেশালিস্ট, আর নিজের প্রতিবন্ধী সন্তান লালন পালন করে প্রতিবন্ধী বিশেষজ্ঞ। মায়ের আবার রয়েছে দেড় ডজন ডক্টরেট ডিগ্রি। হে হে হে পুরাই বিজ্ঞানী পরিবার। ভাগ্যিস প্রকৃত বিজ্ঞানী বাবাকে এইসব প্রতিভার বিকাশ দেখতে হচ্ছে না।’


বাদী মামলায় দাবি করেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে আসামির এমন অশ্লীল কটুক্তি দেশ-বিদেশের সবাই দেখেছে। ফলে দেশ-বিদেশে তার মানহানী ঘটেছে। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট খলিলুর রহমান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License